ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

দিনাজপুরে এতিমদের মধ্যে কম্বল বিতরণ করলেন জেলা প্রশাসক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:২৮, ৫ জানুয়ারি ২০২২  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দিনাজপুরে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। এই ঠান্ডার যাতে কেউ কষ্ট না পায় সেজন্য কম্বল নিয়ে এতিমদের পাশে হাজির হয়েছেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।

তিনি বলেছেন, এতিমরা আমাদের বোঝা নয়। আমাদের সবার উচিত এতিম শিশুদের পাশে দাঁড়ানো। শুধুমাত্র কম্বল দিলেই এতিমদের পাশে দাঁড়ানো হয় না, আরো দায়িত্ব-কর্তব্য আছে। এতিমদের সমাজে প্রতিষ্ঠিত করতে হবে।

গত মঙ্গলবার দুপুরে দিনাজপুর শহরের বিভিন্ন স্থানে এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ শেষে তিনি এ কথাগুলো বলেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরিফুল ইসলাম, দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক রাজিউর রহমান উপস্থিত ছিলেন।

এর আগে, দুপুর ১টার দিকে দিনাজপুর জিমনেশিয়ামে ১৩০ জন সংবাদপত্র বিক্রেতার মাঝে কম্বল বিতরণ করা হয়। এরপর সদর উপজেলার সুন্দরা সীমান্তবর্তী এলাকায় দারুস সাদ মাদরাসা ও আবু দারদা এতিমখানা এবং সুন্দরা হাফেজিয়া মাদরাসায় এতিমদের মাঝে ৮০টি কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। পরে শহরের রাজবাড়ি এলাকার বধির ইন্সটিটিউট ও অন্ধদের মাঝে ১২০টি কম্বল বিতরণ করা হয়।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়