ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

দক্ষিণ সুনামগঞ্জে সচেতনতামূলক প্রচারণা করেছে সেনাবাহিনী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:০০, ২৬ জুলাই ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে মেজর জেনারেল আবুল হাসনাত মো. খাইরুল বাশার করোনা সংক্রমন প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারনা করেছেন। তিনি নিরাপদ দুরত্ব বজায় রাখা, মাস্ক ব্যবহার, স্বস্থ্যবিধি মেনে করোনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করার জন্য জনসাধারণ ও ব্যবসায়ীদের আহবান জানান।

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা বাজার ও আক্তাপাড়া মিনা বাজারে করোনা প্রতিরোধে জনসচেতনতা মূলক এই প্রচারনা করেন তিনি। জনসচেতনতা মূলক প্রচারনায় এ সময় উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মেসবাহ উদ্দীন আহমেদ, সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার উজ জামান, দক্ষিণ সুনামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজী মুক্তাদির হোসেনসহ সেনাবাহীনির কর্মকর্তাগণ ও প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ প্রমূখ।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়