ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ডিএসইতে বিদায়ী সপ্তাহে কমেছে পিই রেশিও

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৪, ১৬ অক্টোবর ২০২১  

ফাইল ছবি

ফাইল ছবি

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১০ থেকে ১৪ অক্টোবর) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। গত সপ্তাহের শুরুতে ডিএসই’র পিই রেশিও ছিল ২০.২১ পয়েন্টে। আর সপ্তাহ শেষে পিই রেশিও ১৯.৫২ পয়েন্টে অবস্থান করছে। ফলে সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.৬৯ পয়েন্ট বা ৩.৪১ শতাংশ কমেছে।

ডিএসই’র সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, সপ্তাহ শেষে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৭.৬৮ পয়েন্টে। এছাড়া বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১৩.৪১ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১৪.২৪ পয়েন্টে, প্রকৌশল খাতে ১৬.৩১ পয়েন্টে, বিমা খাতে ২১.০৭ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতে ২১.২৪ পয়েন্টে, তথ্যপ্রযুক্তি খাতে ৩১.৫২ পয়েন্টে, সিমেন্ট খাতে ৩২.৩৭ পয়েন্টে, সেবা ও আবাসন খাতে ৩৩.৭৯ পয়েন্টে, বিবিধ খাতে ৩৫.৭৩ পয়েন্টে, সিরামিক খাতে ৩৫.৫৮ পয়েন্টে, চামড়া খাতের ৩৬.৯৩ পয়েন্টে, খাদ্য খাতে ৪০.১২ পয়েন্টে, পেপার খাতে ৪৭.০৯ পয়েন্টে, বস্ত্র খাতে ৪৪.৬৮ পয়েন্টে, আর্থিক খাতে ৭৯.৩৮ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতে ৩৬৫.৭৪ পয়েন্টে এবং পাট খাতে (-৩৭.৮৪) পয়েন্টে পিই রেশিও অবস্থান করছে।

সর্বশেষ
জনপ্রিয়