ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

ড. এ.পি.জে আবদুল কালাম: সর্বাধিক সম্মানিত রাষ্ট্রপ্রধান

ফিচার ডেস্ক

প্রকাশিত: ১০:৪৬, ২৩ সেপ্টেম্বর ২০২০  

সামাজিক মাধ্যম থেকে সংগৃহীত

সামাজিক মাধ্যম থেকে সংগৃহীত

রাষ্ট্রপতি থাকাকালীন ড. এ.পি.জে আবদুল কালাম ভারতের কানুরে একটি সফর করেছিলেন। সেখানে পৌঁছে তিনি জানতে পারলেন যে ফিল্ড মার্শাল স্যাম মানেকশা মিলিটারি হাসপাতালে ভর্তি। 

ড. কালাম স্যাম মানেশকার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। প্রথমে দেখা অনিশ্চিত হলেও পরে তা ব্যবস্থা করা হয়। হাসপাতালে বেডের পাশে দাঁড়িয়ে স্যামের সঙ্গে প্রায় ১৫ মিনিট কথা বলেছিলেন ড. কালাম। 

ড. কালাম যাওয়ার আগে স্যামকে জিজ্ঞাসা করলেন, আপনি কি স্বাচ্ছন্দ্য বোধ করছেন? আমি কি আপনার জন্য কিছু করতে পারি? আপনার কি কোনো অভিযোগ আছে? বা এমন কোনো প্রয়োজন যা আপনাকে আরো স্বাচ্ছন্দ্য দেবে?

স্যাম বলল, হ্যাঁ। আমার একটা অভিযোগ আছে। 

উদ্বেগ নিয়ে ড. কালাম তাকে জিজ্ঞাসা করলেন, সেটি কি?

স্যাম উত্তর দিয়েছিল, স্যার, আমার অভিযোগ হল আমি উঠতে পারছি না এবং আমার প্রিয় দেশের সর্বাধিক সম্মানিত রাষ্ট্রপতিকে স্যালুট জানাতে পারছি না। তখন ড. কালাম স্যামের হাত ধরে আবেগাপ্লুত হয়ে পড়েন। চারপাশ যেন আন্তরিকতা আর আবেগে ভরে উঠে।

সর্বশেষ
জনপ্রিয়