ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অসহায় ও দুস্থ পরিবারকে প্রধানমন্ত্রী উপহার ঈদ উপহার প্রদান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:১৯, ১৫ জুলাই ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চলমান বিধিনিষেধের কারণে কর্মহীন হয়ে পড়া ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার খেটে খাওয়া শ্রমিক, দিনমজুর, গরীব, অসহায় ও দুস্থ এমন এক হাজার দুইশত ত্রিশটি পরিবারকে প্রধানমন্ত্রী উপহার ঈদ উপহার হিসেবে খাদ্য সহায়তা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। 

উপজেলার আমজানখাের, বড়পলাশবাড়ী ও ভানাের ইউনিয়ন পরিষদ চত্বরে স্বাস্থ্যবিধি মেনে ৩০২ টি পরিবারকে ১৫ কেজি চাল, আলু, ডাল, ১ কেজি সয়াবিন তৈল ও ১ কেজি লবনের প্যাকেট বিতরণ করা হয়। 

বিতরণ কার্যক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাে.যােবায়ের হােসেন, উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাজহারুল ইসলাম সুজন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান, পাড়িয়া ইউপি চেয়ারম্যান এ্যাড.জিল্লুর রহমান, ধনতলা ইউপি চেয়ারম্যান সমর চ্যাটার্জী নুপুর, আমজানখাের ইউপি চেয়ারম্যান মাে . আকালু ( ডংগা ) সহ ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন । ইউএনও যােবায়ের হােসেন জানান, উপজেলার ৮ ইউনিয়নে এক হাজার দুইশত ত্রিশটি পরিবারকে এ কর্মসূচীর আওতায় খাদ্য সামগ্রী প্রদান করা হবে । 

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়