ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

টোকিও অলিম্পিক: ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচের সূচি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৮, ১৬ জুলাই ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকা এবং ইউরোপ সেরার লড়াই ইউরো চ্যাম্পিয়নশিপের লড়াই শেষ। এখন দরজায় কড়া নাড়ছে টোকিও অলিম্পিক- ২০২০। অন্যান্য ইভেন্টের মতো এখানেও আছে ফুটবল।

অলিম্পিকের মূল আসর আগামী ২৩ জুলাই থেকে শুরু হলেও এর একদিন আগে অর্থাৎ ২২ জুলাই থেকে মাঠে গড়াবে ফুটবলের ইভেন্ট। স্পেন এবং মিশরের ম্যাচ দিয়ে শুরু হবে টোকিও অলিম্পিকের ফুটবল লড়াই।

এবারের আসরে ব্রাজিল-আর্জেন্টিনাসহ মোট ১৬টি ফুটবল খেলুড়ে দেশ অংশগ্রহণ করবে। চারটি গ্রুপে ভাগ হয়ে দলগুলো সোনার পদকের জন্য লড়বে।

এবারের আসরে অংশগ্রহণকারী দেশগুলো হলো- জাপান, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, হন্ডুরাস, রোমানিয়া, মিশর, স্পেন, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, জার্মানি, আইভেরি কোস্ট, সৌদি আরব।

গত আসরের চ্যাম্পিয়ন ব্রাজিল অলিম্পিকে অংশ নিবে নেইমারকে ছাড়াই। পিএসজি থেকে ছাড়পত্র না পাওয়ায় দেশের হয়ে খেলা হচ্ছে না এ ব্রাজিলিয়ান তারকার।

এক নজরে এবারের টোকিও অলিম্পিকে ব্রাজিলের ম্যাচের সূচি

ব্রাজিল-জার্মানি [২২ জুলাই, বৃহস্পতিবার (বিকাল ৫.৩০ মিনিটে)]
ব্রাজিল-আইভরি কোস্ট [২৫ জুলাই, রবিবার (দুপুর ২টা ৩০ মিনিটে)]
ব্রাজিল-সৌদি আরব [২৮ জুলাই, বুধবার (দুপুর ২.৩০ মিনিটে)]

অলিম্পিকে আর্জেন্টিনার ম্যাচের সময়সূচি

আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া [২২ জুলাই, বৃহস্পতিবার (বিকাল ৪.৩০ মিনিটে)]
আর্জেন্টিনা-মিশর [২৫ জুলাই, রবিবার, (দুপুর ১.৩০ মিনিটে)]
আর্জেন্টিনা-স্পেন [২৮ জুলাই, বুধবার (বিকাল ৫ টা)]

সর্বশেষ
জনপ্রিয়