ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

টেকনাফে বন্দুকযুদ্ধে একাধিক মামলার আসামি নিহত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৪৭, ১৬ মে ২০২০   আপডেট: ১১:৫০, ১৬ মে ২০২০

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে একাধিক মামলার এক আসামি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিন পুলিশ সদস্য।

শনিবার ভোরে উপজেলার মহেশখালীয়া পাড়ার মেরিন ড্রাইভের মৎস্যঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরিফুল ইসলাম মহেশখালীয়া পাড়ার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য নুরুল ইসলামের ছেলে।

আহতরা হলেন, এএসআই রামধন দাশ, সাইফুদ্দিন ও কনস্টেবল রমন দাশ। পুলিশের দাবি, নিহত আরিফুল এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তিনি হত্যাসহ অন্তত ছয়টি মামলার আসামি।

টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, দলবল নিয়ে হত্যা মামলার আসামি আরিফুল ইসলাম মৎস্যঘাট এলাকায় অবস্থান করছেন। এমন সংবাদে সেখানে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালান সন্ত্রাসীরা। এতে পুলিশের তিন সদস্য আহত হন। একপর্যায়ে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে তারা পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে অস্ত্র-ইয়াবাসহ গুলিবিদ্ধ অবস্থায় আরিফুলকে উদ্ধার করে উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে সদর হাসপাতালে পাঠান চিকিৎসকরা। সেখানে নিলে তাকে মৃত ঘোষণা করা হয়।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়