ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জেমস ও মাইলসের কপিরাইট মামলায় বাংলালিংকের সিইওসহ চারজনের স্থায়ী জামিন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:১৮, ৬ ডিসেম্বর ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অনুমতি ছাড়া ওয়েলকাম টিউন হিসেবে গান ব্যবহার করার অভিযোগে কপিরাইট আইনে পৃথক দুই মামলায় বাংলালিংকের ডিজিটাল কমিউশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এরিক অসসহ চার কর্মকর্তাকে স্থায়ী জামিন দিয়েছেন আদালত। 

সোমবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত শুনানি শেষে এ জামিন মঞ্জুর করেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

জামিন পাওয়া অপর বিবাদীরা হলেন- চিফ কমপ্লায়েন্স অফিসার এম নুরুল আলম, চিফ কর্পোরেট রেগুলেটরি অফিসার তৈমুর রহমান এবং ভিএএসের প্রধান অনিক ধর।

এদিন এ দুই মামলায় আইনজীবীর মাধ্যমে চারজন স্থায়ী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের স্থায়ী জামিন মঞ্জুর করেন। 

এর আগে ১০ নভেম্বর আদালতে হাজির হয়ে মাহফুজ আনাম ওরফে নগর বাউল জেমস এবং ব্যান্ড দল মাইলসের হামিন আহমেদ ও মানান আহমেদ কপিরাইট আইনে বাংলালিংকের বিরুদ্ধে দুই মামলা করেন। আদালত মামলাটি গ্রহণ করে সমন জারি করে ৩০ নভেম্বর আদালতে বাংলালিংকের পাঁচ কর্মকর্তাকে হাজির হওয়ার নির্দেশ দেন।
 
বাংলালিংকের বিরুদ্ধে মামলায় অনুমতি ছাড়া জেমসের ছয়টি গান ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। আর ব্যান্ড দল মাইলসের দুটি গান অনুমতি ছাড়া ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। 

এ দুই মামলায় বাংলালিংকের ডিজিটাল কমিউশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এরিক অসসহ পাঁচ কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে। তারা হলেন- চিফ কমপ্লায়েন্স অফিসার এম নুরুল আলম, চিফ ডিজিটাল অফিসার সঞ্জয় ভাঘাসিয়া, চিফ কর্পোরেট রেগুলেটরি অফিসার তৈমুর রহমান এবং ভিএএসের প্রধান অনিক ধর।

সর্বশেষ
জনপ্রিয়