ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

জেনে নিন কোন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কবে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:২৭, ১ জুন ২০২২  

সংগৃহীত

সংগৃহীত

দেশের প্রধান প্রধান বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে জুন মাস থেকেই। এবার ভর্তি পরীক্ষায় চাপও বাড়ছে। গত ১৪ ফেব্রুয়ারি এইচএসসি পরীক্ষা করোনার মধ্যে সীমিতসংখ্যক বিষয়ে নেয়ায় পাসের হারে হয়েছে রেকর্ড। ৯৫ শতাংশের বেশি পাসের হারের কারণে প্রতিযোগীর সংখ্যা হবে বেশি।

এদিকে ইউজিসির ওয়েবসাইটে সর্বশেষ তথ্যানুযায়ী, দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৫২টি। এর বাইরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজেও ভর্তির সুযোগ আছে।

এবার জেনে নেয়া যাক কোন বিশ্ববিদ্যালয়ের কবে পরীক্ষা— 

ঢাকা বিশ্ববিদ্যালয়: ৩ জুন বাণিজ্য অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের পরীক্ষা। ৪ জুন কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট। ১০ জুন বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট। ১১ জুন সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিট। ১৭ জুন চারুকলা অনুষদের লিখিত (অঙ্কন) পরীক্ষা।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট): ৪ জুন প্রিলিমিনারি পরীক্ষা। চূড়ান্ত লিখিত পরীক্ষা ১৮ জুন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে ৩১ জুলাই থেকে শুরু হওয়া পরীক্ষা চলবে ১১ আগস্ট পর্যন্ত।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: বিজ্ঞান অনুষদ তথা ‘এ’ ইউনিটের পরীক্ষা ১৬ ও ১৭ আগস্ট। বাণিজ্য অনুষদ বা ‘সি’ ইউনিটের পরীক্ষার ১৯ আগস্ট।

‘বি’ ইউনিটের পরীক্ষা ২০ ও ২১ আগস্ট, সমাজবিজ্ঞন অনুষদ বা ‘ডি’ ইউনিটের পরীক্ষা ২২ ও ২৩ আগস্ট হবে।

‘বি ১’ উপ-ইউনিটের পরীক্ষা ২৪ আগস্ট সকাল পৌনে ১০টা এবং ‘ডি ১’ উপইউনিটের পরীক্ষা ২৪ আগস্ট দুপুর পৌনে ২টায় শুরু হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়: ২৫ জুলাই ‘সি’ ইউনিট (বিজ্ঞান), ২৬ জুলাই ‘এ’ ইউনিট (মানবিক), ২৭ জুলাই ‘বি’ ইউনিট (বাণিজ্য)।

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়: এককভাবে পরীক্ষা না নিয়ে ২০টি বিশ্ববিদ্যালয় একসঙ্গে পরীক্ষা নিয়ে মেধাক্রমের ভিত্তিতে ছাত্র বাছাই করবে এবারও। একে বলা হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা।

৩০ জুলাই ‘ক’ ইউনিট, ১৩ আগস্ট ‘খ’ ইউনিট এবং পরবর্তী শনিবার অর্থ্যাৎ ২০ আগস্ট (সম্ভাব্য তারিখ) ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

গুচ্ছে তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয় : গুচ্ছ পদ্ধতিতে একটি মাত্র ভর্তি পরীক্ষা নিয়ে ছাত্র বাছাই করবে দেশের তিনটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ও। এই তিন বিশ্ববিদ্যালয় পরীক্ষা নেবে আগামী ৬ আগস্ট।

৮ কৃষি বিশ্ববিদ্যালয় : দেশের সাত কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার তারিখ এখনও নির্ধারণ হয়নি, তবে খুব শিগগিরই নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহিদুর রশিদ ভূঁইয়া।

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়: আগামী ১২ আগস্ট।

সর্বশেষ
জনপ্রিয়