ঢাকা, বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

জামালপুরে টিসিবির পণ্য বিক্রি শুরু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০:২১, ২২ জুলাই ২০২৩  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জামালপুরে পৌরসভাসহ সদর উপজেলার দুইটি ইউনিয়নে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু করা হয়েছে।

শনিবার (২২ জুলাই) সকাল ১১টায় পৌরসভার শেখেরভিটায় ঈদগাহ মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

এ উপলক্ষে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. মোক্তার হোসেন, জেলা খাদ্য কর্মকর্তা মো. শফি আফজালুল আলম, ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর এমদাদুল হক জীবন প্রমুখ।

প্রধান অতিথি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনার মানবিক উদ্যোগে সারাদেশ ব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী ভর্তুকি মূল্যে এ পণ্য কিনতে পারবেন। এর ধারাবাহিকতায় জামালপুরের ১১নং ওয়ার্ডে ১ হাজার সুবিধাভোগীর মধ্যে এ টিসিবির পণ্য বিক্রি করা হবে।

জানা গেছে, জামালপুর পৌরসভার ৩, ৫ ও ১১ নং ওয়ার্ডসহ সদর উপজেলার মেস্টা ইউনিয়নের ১ থেকে ৯ নং ওয়ার্ড, বাঁশচড়া ইউনিয়নের ১, ২, ৩, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে এ পণ্য বিক্রি করা হচ্ছে। ওয়ার্ডগুলোতে মোট ৮হাজার ৫শ ১৭ জন কার্ডধারী ভোক্তারা পাবেন টিসিবির এই পণ্য।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়