ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জামালপুরে অত্যাধুনিক সাইলো নির্মাণে ৫০ কোটি টাকা বরাদ্দ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৬, ১০ জুন ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জামালপুরের মেলান্দহে কৃষকদের ফসল মজুতের জন্য অত্যাধুনিক সুযোব-সুবিধা সম্বলিত সাইলো নির্মাণ করা হবে। এ জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

বুধবার একনেক’র সভায় এ প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। আধুনিক প্রযুক্তিনির্ভর সাইলো নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জামালপুর-৩ আসনের এমপি মির্জা আজম।

তিনি জানান, জুলাই মাসেই জামালপুরের মেলান্দহ খাদ্য গুদাম এলাকায় সাইলো নির্মাণ কাজ শুরু হবে।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, ধান শুকানো, সংরক্ষণ, আর্দ্রতা নিয়ন্ত্রক ব্যবস্থা ও আনুষঙ্গিক সুবিধাসহ আধুনিক সাইলো নির্মিত হলে সরকারি খাদ্য ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির অভিযোজন ঘটবে। প্রতিটি সাইলোতে ট্রাক ও বাল্ক ওজন যন্ত্র, কনভেয়িং, বাকেট এলিভেটর সিস্টেম থাকবে। এসব সাইলোতে ২-৩ বছর কীটনাশক ছাড়াই ফসল মজুত করা যাবে। এতে বজায় থাকবে ফসলের মান ও পুষ্টিগুণ।

আরো জানা গেছে, সাইলো নির্মাণ করা হলে সারাবছর কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনার সুযোগ সৃষ্টি হবে। কৃষকরাও ন্যায্য দাম পাওয়ার পাশাপাশি সরকারি খাদ্যগুদামে ধান বিক্রি করতে উৎসাহিত হবে। এতে দুর্যোগকালীন মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়