ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

জাদুর কার্পেটে চড়ছেন ইউটিউবার আলাদীন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৫০, ৮ ডিসেম্বর ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঠিক যেন আরব্য রজনীর দৃশ্যায়ন হয়েছিল সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাইয়ের রাস্তায়। ‘জাদুর কার্পেটে’ চড়ে ইউটিউবার ‘আলাদীনের’ শহর ভ্রমণের দৃশ্য দেখে স্থানীয়রা নিজের চোখকেই বিশ্বাস করতে পারেননি বলে খালিজ টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, হ্যালোউনের স্টান্ট হিসেবে রিজঅরডাই নামের একটি চ্যানেলে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওতে ওই ইউটিউবারকে জাদুর কার্পেটে চড়ে একদন আরব্য রজনীর আলাদিনের সাজে দুবাইয়ের রাস্তায় চলতে দেখা যায়। এছাড়া জাদুর কার্পেটে পানির ওপর দিয়েও চলতে দেখা গেছে তাকে।

ইউটিউবে ওই ভিডিও’র বর্ণনায় তিনি লিখেছেন, এটা বানাতে গিয়ে আমি প্রচুর সমুদ্রের পানি খেয়েছি। 

জাদুর এই কার্পেটটি বানাতে তার আট মাস সময় লেগেছে।

ভিডিও দেখে কার্পেটটিতে সত্যিকারের জাদুর  কার্পেট মনে হলেও  এটা বানাতে কোনো তুকতাক নয়, শুধু বিজ্ঞানের সাহায্য নেওয়া হয়েছে। সাধারণ পিভিসি পাইপের কাঠামোর সঙ্গে ইলেক্ট্রিক লংবোর্ড যুক্ত করা হয়েছে। উপরে জাদুর আবহ তৈরির জন্য জুড়ে দেওয়া হয়েছে কার্পেট। ব্যস, গল্পে শোনা জাদুর কার্পেট ধরা দিয়েছে হাতের মুঠোয়। 

সর্বশেষ
জনপ্রিয়