ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

জাতীয় সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৫, ১৪ জুন ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরু হয়েছে। সোমবার (১৪ জুন) বৈঠকে সরকারি দলের সংসদ সদস্য মুহম্মদ ফারুক খান আলোচনার সূত্রপাত ঘটান।

এর আগে বেলা ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে আইনপ্রণয়নসহ অন্যান্য কার্যাবলী সম্পন্ন হয়।

গত ৩ জুন সংসদে ২০২১-২২ অর্থবছরের বাজেট পেশ করা হয়। এবারের প্রস্তাবিত বাজেটের পরিমাণ ছয় লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা।

বাজেট পেশের দুই দিন বিরতির পর গত ৬ ও ৭ জুন চলতি ২০২০-২১ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর সাধারণ আলোচনা শেষে তা পাশ করা হয়।

আজ শুরু হওয়া বাজেট আলোচনা টানা চার দিন অনুষ্ঠানের পর ২৮ জুন পর্যন্ত মুলতবি করার কথা হয়েছে। এরপর ২৮ ‍ও ২৯ জুন বাজেটের ওপর সাধারণ আলোচনা শেষে ২৯ জুনই পাস হবে অর্থ বিল। পরদিন ৩০ জুন পাস হবে বাজেট।

সর্বশেষ
জনপ্রিয়