ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ছাগলনাইয়ায় বিএনপি কমিটির বিরুদ্ধে পদবঞ্চিতদের ঝাড়ু মিছিল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৯, ৯ ডিসেম্বর ২০২০  

কমিটির বিরুদ্ধে পদবঞ্চিতদের ঝাড়ু মিছিল

কমিটির বিরুদ্ধে পদবঞ্চিতদের ঝাড়ু মিছিল

২০০৩ সাল থেকে ২০২০ সাল, দীর্ঘ ১৮ বছর ধরে ফেনীর ছাগলনাইয়ায় ছাত্রদলের কমিটি না থাকায় সৃষ্টি হয়নি নতুন নেতাকর্মী। এই কমিটি না হওয়ার পেছনে রয়েছেন খোদ বিএনপির নেতারাই। তারা কখনোই চাননি নতুন নেতৃত্বের সৃষ্টি হোক। এই অভিযোগ করেছেন উপজেলার ছাত্রদলের সাবেক নেতারা।

সম্প্রতি ফেনীর ছাগলনাইয়া উপজেলা পৌরসভা ও সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণার প্রেক্ষিতে তারা এসব তথ্য জানান। সোমবার ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন এ কমিটি ঘোষণা করেন।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রিয়াজুল হক তুহিন জানান, ১৯৯৩সাল থেকে ২০০৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তিনি উপজেলা ছাত্রদলের সভাপতি ছিলেন। ২০০৩সালের ফেব্রুয়ারি মাসে তিনি পৌর বিএনপির সভাপতি নির্বাচিত হওয়ার পর রহস্যজনক কারণে ছাত্রদলের আর কোনো কমিটি হয়নি। দীর্ঘ ১৮বছর ছাত্রদলের কমিটি না থাকায় সৃষ্টি হয়নি নতুন নেতাকর্মী। দিনের পর দিন নেতাকর্মী শূন্য হয়ে যাচ্ছে দলটি। মূল দলের নেতারা কখনোই চাননি নতুন নেতৃত্বের সৃষ্টি হোক। দলের ভিতকে শক্তিশালী করার জন্য এই পরিস্থিতির পরিবর্তন খুবই জরুরি।

এদিকে আহ্বায়ক কমিটির পদবঞ্চিত শাহাদাত হোসেন ও নাজিম উদ্দিনের নেতৃত্বে ২০-২৫ জন ছাত্রদল কর্মী ছাগলনাইয়া উপজেলা পৌর ও কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির বিরুদ্ধে ছাগলনাইয়া পৌর শহরে একটি ঝাড়ু মিছিল করেন। তাদের দাবি, ছাত্রদলের দীর্ঘদিনের ত্যাগী নেতা-কর্মীরা ঘোষিত কমিটিতে স্থান পায়নি। তারা এ কমিটি ভেঙে দিয়ে ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে নতুন করে কমিটি গঠনের দাবি জানান।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়