ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

চৌদ্দগ্রামে ১১ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহারের ঘর

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৮, ৩১ জুলাই ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পেয়েছে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ১১টি অসহায় পরিবার। সাবেক রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হকের দিক-নির্দেশনায় এসব পরিবারের হাতে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করা হয়েছে।

ওই উপজেলার কাশিনগর ইউনিয়নের ১১টি সুবিধাভোগী পরিবারের মাঝে ঘর হস্তান্তর করেন ইউনিয়নের চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন।

চেয়ারম্যান বলেন, দেশের প্রায় তিন লাখ পরিবার এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পেয়েছে। পর্যায়ক্রমে গৃহহীন-ভূমিহীন প্রতিটি পরিবার এ উপহার পাবে। প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন- মুজিববর্ষে একটি পরিবারও গৃহহীন থাকবে না। সে প্রতিশ্রুতি পূরণে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন।

এ সময় উপস্থিত ছিলেন কাশিনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম, দফতর সম্পাদক মাস্টার মমিনুল ইসলাম, কৃষকলীগের সভাপতি ইসমাইল হাজারীসহ স্থানীয় গণ্যমান্যরা।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়