ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

চোখের নিচে ফোলা ভাব দূর সহজ উপায়

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৫:১৮, ৪ নভেম্বর ২০২০  

ছবি: চোখের নিচে ফোলা ভাব দূর সহজ উপায়

ছবি: চোখের নিচে ফোলা ভাব দূর সহজ উপায়

কথায় বলে, চোখ যে মনের কথা বলে দেয় সত্যি কি তাই? আসলেই হয়তো সেটাই। চোখের দিকে একমনে তাকালেই সত্যিই দেখতে পাওয়া যায় তার কিছু না বলা কথা। চোখের দিকে তাকালেই যদি দেখতে পাওয়া যায় চোখের নিচের দিকটা ফুলে আছে বা ফোলা ভাব নজরে পড়ে তাহলে চোখের সেই ফোলা ভাব তার কারণেই সম্পূর্ণ মুখমণ্ডলের সৌন্দর্য তাই অন্যরকম দেখায়।

এই ফোলা ভাব দূর কীভাবে করবেন তা নিয়ে খুব চিন্তিত আছেন? যে কি ব্যবহার করলে চোখের নিচের ফোলা ভাব দূর হবে। আর দেরি কিসের বাইরে থেকে বিভিন্ন রকমের প্রোডাক্ট ব্যবহার না করে, আপনার রান্নাঘরে থাকা উপকরণ দিয়ে দূর করুন চোখের নিচের ফলা ভাব। চলুন তবে জেনে নেয়া যাক চোখকে সুস্থ ও ফোলা ভাব থেকে দূরে  করার ঘরোয়া উপায়- 

লবণ পানি 
চোখের নিচের ফোলা ভাব দূর করতে প্রতিদিন রাতে ঘুমানোর আগে হালকা গরম পানিতে পরিমাণ মতো লবণ মিশিয়ে নিন। এরপর এই মিশ্রণটি কটন বা সুতি কাপড় দিয়ে ভিজিয়ে নিন। এরপর চোখের উপর দিয়ে ১৫ থেকে ২০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

ডিম 
ডিমের সাদা অংশটি একটু বিট করে ফোম বানিয়ে নিন। এই ফোমটি দ্রুত করবেন যাতে ফোমটি ঠান্ডা থাকে। এরপর এটি চোখের পাশে লাগিয়ে রাখুন ১০ থেকে ১৫ মিনিটের মতো। তারপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিন।

দুধ 
চোখের ফোলা ভাব দূর হবে মাত্র দুই সপ্তাহ ট্রাই করে দেখুন অবশ্যই ফল পাবেন। ঘন দুধ চোখের চারপাশে লাগিয়ে রাখুন ১৫ থেকে ২০ মিনিটের মতো। তারপর ধুয়ে নিন। এতে চোখের পাশের কালো দাগ ও দূর হয়ে যাবে।

শশা 
চোখের নিচের কালো দাগ দূর করার জন্য শসার রস অনেক উপকারী। ঠিক তেমনি চোখের ফোলাভাব দূর করতেও এটি কার্যকর। শসার এনজাইম ত্বকের ইনফ্লেমেশন কমিয়ে ত্বকের কালো দাগ ও ফোলা দূর করে থাকে। কয়েকটি শসার টুকরো ফ্রিজে ১০ মিনিটের জন্য রাখুন। এরপর টুকরোগুলো চোখের নিচে রাখুন। ১০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

অ্যালোভেরা জেল ও বরফের টুকরো 
চোখের ফোলা ভাব দূর করতে এই দুটো জিনিস খুবই উপকারী। প্রথমে এক টুকরো বরফ নিয়ে চোখের নিচে ফোলা ভাবে হালকা ভাবে পাঁচ মিনিটের মতো মাসাজ করে নিন। এরপর অ্যালোভেরা জেল লাগিয়ে নিন।

দেখবেন এটি করলে আপনার চোখের নিচের ফোলা ভাব তো দূর হবেই। এছাড়াও আপনাদের চোখের ক্লান্তি ভাব ও দূর হয়ে যাবে। সপ্তাহে দুই থেকে তিন দিন করলেই যথেষ্ট।

সর্বশেষ
জনপ্রিয়