ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

চুয়াডাঙ্গায় পুলিশের বডিওর্ন ক্যামেরা ও টেকটিক্যাল বেল্ট কার্যক্রমের উদ্বোধন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:২৬, ২২ ফেব্রুয়ারি ২০২২  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা পুলিশ সদস্যদের মাঝে বডিওর্ন ক্যামেরা চালু করা হয়েছে। পুলিশ লাইন অডিটোরিয়ামে বডিওর্ন ক্যামেরা ও টেকটিক্যাল বেল্ট কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম।

এ সময় তিনি বলেন, উন্নত দেশের পুলিশের মতো বডিওর্ন ক্যামেরা সংযোজনের মধ্যে দিয়ে প্রযুক্তিগত কার্যক্রমে চুয়াডাঙ্গা জেলা পুলিশ আরও এক ধাপ এগিয়ে গেল। এর ফলে পুলিশের কাজে জবাবদিহিতা ও স্বচ্ছতা আসবে। সেই সঙ্গে পুলিশের বিরুদ্ধে আসা অভিযোগের তদন্তে সহায়তা করবে। বডিওর্ন ক্যামেরাতে দুর্ঘটনা, আইনশৃঙ্খলাসহ আশপাশের সব দৃশ্য ধারণ করা থাকে। পুলিশের পাশাপাশি সাধারণ মানুষ এটির সুফল পাবে।

জানা গেছে, প্রথম পর্যায়ে কনস্টেবল, এএসআই, এসআই, ট্রাফিক সার্জেন্টসহ ১৮ পুলিশ সদস্যদের মাঝে বডিওর্ন ক্যামেরা ও টেকটিক্যাল বেল্ট দেওয়া হয়।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়