ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

চুয়াডাঙ্গায় গড়ে উঠছে বিসিক শিল্পনগরী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৫, ১ জানুয়ারি ২০২২  

ফাইল ছবি

ফাইল ছবি

দেরিতে হলেও সীমান্তবর্তী চুয়াডাঙ্গা জেলায় চলছে বিসিক শিল্পনগরী গড়ে তোলার কাজ। তবে, উদ্বোধনের আগেই শিল্প এলাকার প্লটের দাম ও অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীরা। যদিও কর্তৃপক্ষ বলছে, প্লটের দাম থাকবে ক্রয় ক্ষমতার মধ্যে আর শিল্পনগরী হবে ব্যবসা বান্ধব।

উদ্যোক্তারা বলেন, ‌'চুয়াডাঙ্গায় শিল্পের উন্নয়নের জন্য বিসিকে নতুন নতুন কর্মসংস্থান গড়ে তোলার পাশাপাশি নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করতে হবে।'

দুর্ভোগ নিরসনে ৭৫ বিঘা জমিতে বিসিক শিল্পনগরী গড়ে তুলতে ২০১৮ সালের আগস্টে অবকাঠামোগত উন্নয়ন কাজ শুরু হয়। চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের ডিঙ্গেদহ এলাকায় জমিও অধিগ্রহণ করা হয়।

ব্যবসায়ীরা জানান, ‌চুয়াডাঙ্গায় বিসিক শিল্পনগরীতে জমির যে দাম রাখা হয়েছে সেই দামে কারখানা করা খুব কষ্টসাধ্য। তারা আরও বলেন, ‌'নারী উদ্যোক্তাদের জন্য বিসিকের প্লটগুলো ছোট ছোট আকারে দেয়া উচিত এবং পাশাপাশি নারীদেরকে কর্মসংস্থানের জন্য ব্যাংক থেকে আর্থিক সুবিধা দেয়া উচিত।'

ব্যবসা-বাণিজ্যের প্রসারে সহজ শর্তে ঋণ দেয়াসহ শিল্পনগরীর অবকাঠামো উন্নয়নের কথা জানান সংশ্লিষ্টরা।

জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির সভাপতি ওলি উল্লাহ্ বলেন, কর্মসূচীর মাধ্যমে নতুন উদ্যেক্তা তৈরি হবে এবং যেসব উদ্যেক্তা আছে তারা আরও বড় হবার চেষ্টা করবে। উৎপাদন যত বাড়বে গড় মুনাফা তত বেশি হবে।'

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়