ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

চীনের সিনোফার্মের ২৭৬০০ ডোজ টিকা পেল মৌলভীবাজার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:৫১, ১৭ আগস্ট ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চীনের সিনোফার্মের ২৭ হাজার ৬০০ ডোজ করোনার টিকা মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছেছে। টিকা গ্রহণকালে সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ এ তথ্য জানান।

খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল সোমবার (১৬ আগস্ট) থেকে নতুন পাওয়া টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল এবং ৬ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ মোট ৭টি কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টিকাদান চলবে।

উল্লেখ্য, গত ৭ আগস্ট গণটিকার বরাদ্দ হিসেবে ৫০ হাজার ৫২ ডোজ টিকা প্রথম দিন দুপুর সাড়ে ১২টার মধ্যে শেষ হয়ে যায়। পরে স্থায়ী কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলে ১১ আগস্ট পর্যন্ত। এরপর শুধু বিদেশগামীদের টিকা দেয়া হয়।

সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ আরও জানান, টিকার রেজিস্ট্রেশন ৩ লাখের ওপরে উঠেছে। বরাদ্দ পাওয়া নতুন টিকা দু-তিন দিন চলবে। সবাইকে রেজিস্ট্রেশনপূর্বক এসএমএস প্রাপ্তি সাপেক্ষে যথাযথ স্বাস্থ্যবিধি পালন করে সুশৃঙ্খলভাবে নির্ধারিত কেন্দ্রে টিকা গ্রহণের অনুরোধ জানাই।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়