ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

চিরস্মরণীয় হয়ে থাকবেন শিল্পী ফিরোজা বেগম: স্পিকার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৩, ৩০ জুলাই ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফিরোজা বেগম আর্কাইভ ওয়েবসাইটের উদ্বোধন করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেছেন, ‘এই আর্কাইভের মধ্য দিয়ে শিল্পী ফিরোজা বেগম সবার মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবেন। এই আর্কাইভ নজরুল সংগীত চর্চায় পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। তার গানের মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকেও সবাই শ্রদ্ধাভরে স্মরণ করতে পারবে। তাই, এসিআই ফাউন্ডেশন কর্তৃক শিল্পী ফিরোজা বেগম আর্কাইভ ওয়েবসাইট প্রতিষ্ঠার এ উদ্যোগ প্রকৃতপক্ষেই সৃষ্টিশীল ও সুদূরপ্রসারী।’

এসিআই ফাউন্ডেশন আয়োজিত ফিরোজা বেগম আর্কাইভ ওয়েবসাইটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, ‘সাত দশকেরও বেশি সময় শিল্পী ফিরোজা বেগম সংগীত অনুরাগী শ্রোতাদের কাছে নজরুল সংগীতের সুরের মূর্ছনা ও মাধুর্য পৌঁছে দিয়েছেন। তার ৮৮ বছরের জীবনের বেশিরভাগ সময় ছিল নজরুল সংগীত চর্চা ও সাধনার অধ্যায়। নজরুল সংগীতের শুদ্ধ স্বরলিপি ও সুর সংরক্ষণের জন্য তিনি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন।’

শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘সারাবিশ্বে নজরুল সংগীত প্রচারের মাধ্যমে শিল্পী ফিরোজা বেগম সমাদৃত হয়েছেন এবং দেশের জন্য এনেছেন বিরল সম্মান ও গৌরব। অত্যন্ত অল্প বয়সেই ফিরোজা বেগম কবি নজরুলের সান্নিধ্যে এসেছিলেন এবং কবি নজরুল তার কন্ঠে মুগ্ধ হয়েছিলেন। এরই ধাপে ধাপে ফিরোজা বেগম এগিয়ে যান। ফিরোজা বেগম আর্কাইভ ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে বর্তমান ও আগামী প্রজন্মের শিল্পীরা কবি কাজী নজরুল ইসলামের অনবদ্য সৃষ্টি সম্পর্কে গভীরভাবে জানতে পারবেন। নজরুল সংগীত নিয়ে গবেষণার ক্ষেত্রে এই আর্কাইভ অনন্য উৎস্য হয়ে কাজ করবে।’

এসিআই ফাউন্ডেশনের চেয়ারম্যান এম আনিস-উদ দৌলার সভাপতিত্বে ও সাদিয়া আফরিন মল্লিকের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আসাদুজ্জামান নূর এমপি এবং দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মুস্তাফা জামান আব্বাসী, অনুপ ঘোষাল, মোস্তফা মনোয়ার, শাফিন আহমেদ, ফেরদৌসী রহমান, কল্যাণ কাজী, মো. আসাফুদ্দৌলাহ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে এসিআই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সুস্মিতা আনিস ভোট অব থ্যাংকস প্রদান করেন। অনুষ্ঠানে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

সর্বশেষ
জনপ্রিয়