ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

চাল আমদানির জন্য এলসি খোলার সময় বেড়েছে সাতদিন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:১৭, ২৭ সেপ্টেম্বর ২০২১  

ফাইল ছবি

ফাইল ছবি

বেসরকারিভাবে চাল আমদানির জন্য বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানগুলোর ঋণপত্র (লেটার অব ক্রেডিট-এলসি) খোলার সময় সাতদিন বাড়ানো হয়েছে।

সময় বাড়িয়ে সোমবার (২৭ সেপ্টেম্বর) খাদ্য মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এতে বলা হয়, বেসরকারিভাবে নন-বাসমতি সিদ্ধ ও আতপ চাল আমদানির জন্য বরাদ্দপ্রাপ্ত ২১টি প্রতিষ্ঠান অনুকূলে বরাদ্দ করা চাল আমদানি লক্ষ্যে এলসি খোলার সময়সীমা চাল আমদানির স্বার্থে পত্র জারির তারিখ থেকে সাতদিন বাড়ানো হলো।

এলসি সম্পর্কিত তথ্য (পোর্ট অব এন্ট্রিসহ) তাৎক্ষণিকভাবে ই-মেইলে (sasep@mofood.gov.bd) জানাতে হবে।

চালের বাজার নিয়ন্ত্রণে গত কয়েকদিনে সরকার ১০ লাখ মেট্রিক টনের বেশি চাল আমদানির জন্য বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানকে বরাদ্দ দেয়। আমদানির জন্য বিভিন্ন সময়ে বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানগুলোকে বরাদ্দের আদেশ জারির ১৫ দিনের মধ্যে এলসি খোলার শর্ত দেওয়া হয়।

সর্বশেষ
জনপ্রিয়