ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

চট্টগ্রামে করোনা সচেতনতায় মাস্ক বিতরণ ট্রাফিক পুলিশের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:২৮, ৩০ জুন ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সরকারঘোষিত লকডাউন (বিধিনিষেধ) বাস্তবায়নে সড়কে তল্লাশির পাশাপাশি সচেতনতার জন্য মাস্ক বিতরণ কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম নগর পুলিশের ট্রাফিক বিভাগ।

মঙ্গলবার সকাল ১০টার দিকে নতুন ব্রিজ এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন নগর ট্রাফিক পুলিশের অতিরিক্ত কমিশনার শ্যামল কুমার নাথ।

এ সময় পথচারী, রিকশা,পণ্যবাহী পরিবহনের শ্রমিকদের মাঝে বিতরণের পাশাপাশি তাদেরকে মাস্ক পরতে উদ্বুদ্ধ করতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।

মাস্ক বিতরণ কার্যক্রমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- নগর ট্রাফিক পুলিশ দক্ষিণ বিভাগের উপ-কমিশনার এনএম নাছিরুদ্দিন, অতিরিক্ত উপ-কমিশনার রইছ উদ্দিন, সহকারী কমিশনার কামরুল হাসান, পরিদর্শক (প্রশাসন) মহিউদ্দিন খান ও পরিদর্শক (বাকলিয়া) সামছুদ্দীন।

দেশে করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণের হার উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় সোমবার থেকে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল পর্যন্ত তিনদিনের সীমিত লকডাউন দিয়েছে সরকার। এ সময় পণ্যবাহী যান ও রিকশা ছাড়া গণপরিবহন বন্ধ রয়েছে।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়