ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ঘোড়াঘাটে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৫, ৩০ জুলাই ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দিনাজপুরের ঘোড়াঘাটে করোনাভাইরাস ও লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া গরিব অসহায় দুস্থ শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

ঘোড়াঘাট উপজেলার কানাগাড়ি এলাকার হরিপুর উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়ার অধিনস্থ ১৬ পদাতিক ব্রিগেডের ব্যবস্থাপনায় সেনাবাহিনীর নিজস্ব তহবিল হতে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। 

ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শফিকুজ্জামান জানান, করোনাভাইরাসের প্রকোপ দিন দিন বেড়েই চলেছে। যার জন্য পুলিশ বিজিবির পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী মাঠ পর্যায়ে বিভিন্ন রকম সেবা প্রদান করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় গরিব অসহায় দুস্থদের মাঝে নিজ তহবিল হতে ত্রাণ বিতরণ করছে। পর্যায়ক্রমে দিনাজপুর জেলার ১৩ উপজেলায় সকল গরিব অসহায় দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। পরিশেষে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ও মাস্ক পরিধান করে চলাচলের অনুরোধও জানান তিনি। 

এসময় উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম, হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার শরিফ আল রাজীব, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিনসহ অনেকে। 

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়