ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

খুলনায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর পাচ্ছেন আরও ১৩৫১ ভূমিহীন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:৩১, ১৯ জুন ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

খুলনায় প্রধানমন্ত্রীর উপহার ঘর পাচ্ছে এক হাজার ৩১৫টি ভূমি-গৃহহীন পরিবার। শুক্রবার (১৮ জুন) সকালে সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, উপকার ভোগীদের মধ্যে ডুমুরিয়া উপজেলায় ৫০০টি, রূপসায় ২১৫টি, পাইকগাছায় ৩০০টি, দাকোপ ২০০টি, তেরখাদা ৪০টি, বটিয়াঘাটা ৩০টি, কয়রা ৩০টি, দিঘলিয়া ৩০টি এবং ফুলতলা উপজেলায় ছয়টি পরিবারকে এই ঘর দেয়া হচ্ছে।

এসময় স্থানীয় সরকারের উপ পরিচালক মো. ইকবাল হোসেন, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপ প্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউসুপ আলী, অতিরিক্ত জলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সাদিকুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছা. শাহানাজ পারভীনসহ
সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ারকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে চলতি বছরের ২৩ জানুয়ারি জেলার নয়টি উপজেলায় ৯২২টি পরিবার এই ঘর পান।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়