ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

খুলনায় প্রথমবারের মতো পরীক্ষামূলক থ্রি-ডি রোড ক্রসিং স্থাপন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:২৬, ২৩ ফেব্রুয়ারি ২০২২  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

খুলনা শহরে সড়ক দুর্ঘটনা রোধে ও পথচারীদের নিরাপত্তার স্বার্থে প্রথমবারের মতো পরীক্ষামূলক ত্রিমাত্রিক (থ্রি-ডি) রোড ক্রসিং স্থাপন করা হয়েছে। পথচারীদের যত্রতত্র রাস্তা পার না হয়ে ট্রাফিক সাইনের প্রতি আকৃষ্ট করতে দিঘলিয়া উপজেলার পক্ষ থেকে এ উদ্যোগ নেয়া হয়েছে।

দূর থেকে থ্রি-ডি রোড ক্রসিং সহজেই দৃষ্টিগোচর হবে। রাস্তায় বিশেষভাবে অঙ্কিত ডিজাইনটি দূর থেকে মনে হবে রাস্তার মাঝে উঁচু বেষ্টনী তৈরি করা রয়েছে। ফলে যানবাহন চালক ও পথচারীরা পথচলায় অধিক সতর্কতা অবলম্বন করবেন।

সোমবার সকালে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) পকেট গেটের সামনে থ্রিডি রোড ক্রসিং উদ্বোধন করেন দিঘলিয়া উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ইঞ্জিনিয়ার আবু তারেক সাইফুল কামাল, যোগীপোল ইউনিয়নের চেয়ারম্যান মো. সাজ্জাদুর রহমান লিংকন প্রমুখ।

নগরীর খানজাহান আলী থানার অন্তর্গত কুয়েট সড়কটি এলজিইডির আওতাধীন। এটি দিঘলিয়া উপজেলাধীন যোগীপোল ইউনিয়নের ভেতর দিয়ে গেছে।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়