ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করা হয়েছে শরণখোলায়

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:২৪, ১৫ আগস্ট ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অতিবৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় বাগেরহাটের শরণখোলার ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষনা ইনস্টিটিউট (বিনা) কর্তৃক উপজেলার ৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে ধানের বীজ বিতরণ করা হয়েছে। উপজেলার বিআরডিবি হল রুমে বিনা উপকেন্দ্র সাতক্ষীরার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডক্টর মোঃ বাবুল আকতার বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বিনা ধান ৭, ১০, ১১ ও ১৭ জাতের প্রায় ১২ শত কেজি বীজ বিতরণ করেন।

শরণখোলা উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দিনের সভাপতিত্বে বিনামূল্যে বীজ বিতরণ অনুষ্ঠানে বিনার মহা পরিচালক ডক্টর মির্জা মোফাজ্জল ইসলাম প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে যুক্ত হন। বিনা উপকেন্দ্র সাতক্ষীরার বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মশিউর রহমান এসময় উপস্থিত ছিলেন।

বিনা উপকেন্দ্র সাতক্ষীরার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডক্টর মোঃ বাবুল আকতার উপকুলীয় শরণখোলা অঞ্চলের কৃষকদের ক্ষতি কাটিয়ে ওঠার ব্যাপারে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন। 

ক্ষতিগ্রস্থ কৃষকেরা জানান, অতি বৃষ্টির কারনে সকল বীজ নষ্ট হয়ে যাওয়ায় তারা হতাশ। বিনামূল্যে বীজ পেয়ে খুশি, এই বীজ রোপণ করে গুড়ে দাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন। 

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়