ঢাকা, মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

কুয়েতে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:১৬, ৯ ডিসেম্বর ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কুয়েতে একজনের শরীরে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. আব্দুল্লাহ আল-সানাদ। ওই ব্যক্তি আফ্রিকাফেরত ছিলেন।

স্থানীয় দৈনিক আল আনবার সূত্রে জানা যায়, একজন ইউরোপীয় নাগরিক যিনি আফ্রিকার একটি দেশ থেকে সম্প্রতি কুয়েতে এসেছিলেন। তার দেহেই ওমিক্রন শনাক্ত হয়েছে। ওই ব্যক্তিকে বর্তমানে আইসোলেশনে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিভ্রান্ত না হয়ে কুয়েতি নাগরিক এবং প্রবাসীদের দেশের স্বাস্থ্য পরিস্থিতির স্থিতিশীলতার বিষয়ে আশ্বস্ত করেছেন ডা. আব্দুল্লাহ আল-সানাদ।

এদিকে, গত ২৮ নভেম্বর করোনার নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ার আশংকায় দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, বতসোয়ানা, জিম্বাবুয়ে, মোজাম্বিক, লেসোথো, সোয়াজিল্যান্ড (এসওয়াতিনি), জাম্বিয়া ও মালাউয়ের সঙ্গে সরাসরি বাণিজ্যিক ফ্লাইট স্থগিত করেছে কুয়েত।

সর্বশেষ
জনপ্রিয়