ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

কুমিল্লার চান্দিনায় জেলেদের মাঝে সেলাই মেশিন বিতরণ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:২৯, ৫ ফেব্রুয়ারি ২০২২  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় কুমিল্লা চান্দিনা উপজেলা কার্ডধারী জেলেদের মাঝে আজ সকাল ১০ টায় চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত উপজেলার ৩২ জন জেলের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফারুক ময়েদুজ্জামান বাসসকে বলেন, এমন কিছু সময় আছে জেলেরা যখন মাছ ধরতে পারেনা তখন যেন তারা একটা কিছু করে সংসার চালাতে পারে সেজন্যই মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে আমাদের এ আয়োজন। বিতরণ করা প্রত্যেকটির সেলাই মেশিনের  সাথে একটি করে আয়রণসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রদান করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুন নাহার, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফারুক ময়েদুজ্জামান প্রমুখ।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়