ঢাকা, মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

কিশোরগঞ্জের মিঠামইনে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচির উদ্বোধন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:১৯, ১২ জানুয়ারি ২০২২  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে মঙ্গলবার দিনব্যাপী জেলা পরিষদের ডাকবাংলোতে শিক্ষা প্রতিষ্ঠানের ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের কোভিড -১৯ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আছিয়া আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ আবদুল্লাহ আল-মামুন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবদুল্লাহ আল-সাফি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান (সোহাগ) সহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত  ছিলেন। 

প্রথম দিন তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের ১৫ শতাধিক ছাত্র/ছাত্রী ৮টি শীততাপ নিয়ন্ত্রিত সেন্টারে দিন ব্যাপী টিকা গ্রহণ করেন। উপজেলার ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের এ টিকার আওতায় আনা হয়েছে। মোট ৮ হাজার ৯ শত ৩৮ জন ছাত্র-ছাত্রীকে টিকা নিতে হবে বলে কতৃপক্ষ জানান।

এছাড়াও একই দিন উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতায়, মিঠামইন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে পানিতে ডুবে মৃত্যু হয়েছে এমন ৪ জনের পরিবারকে ৮০ হাজার টাকার চেক তুলে দেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ আবদুল্লাহ আল-মামুন।

একই মঞ্চে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় ১২২ জন উদ্যোক্তাকে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে ৪ মাসের সম্মানী ভাতার চেক তুলে দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আছিয়া আলম। এসময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মামুন মজুমদার সহ দপ্তরের কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়