ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কিশোরগঞ্জের ভৈরবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:০৩, ২১ ফেব্রুয়ারি ২০২২  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভৈরবে যথাযোগ্য মর্যাদায় একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রাতের প্রথম প্রহরে ভৈরব উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনারে ভৈরব উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ ও সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ পুষ্পস্তবক অর্পন করেন।

এরপরই উপজেলা পরিষদের পক্ষে উপজেলা মহিলা ভাইস- চেয়ারম্যান মনোয়ারা বেগম, ভৈরব উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ ও আবাসিক মেডিকেল অফিসার কিশোর কুমার ধর, ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. গোলাম মোস্তফা, ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ফেরদাউস আহাম্মদ বিশ্বাস, ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক ও ভৈরব নৌ- থানার অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান, ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির, কমলপুর হাজী জহির উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক লেফটেন্যান্ট অহিদুর রহমান ও ভৈরব নদী ফায়ার সার্ভিসের সদস্যরা পুষ্পস্তবক অর্পন করেন।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়