ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৪৪, ১৭ ফেব্রুয়ারি ২০২২  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ‘প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২’ অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ ফেব্রুয়ারি বুধবার সকালে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় মাঠে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আনোয়ার হোসেন।
অন্যদের মধ্যে পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মিজবাহ উদ্দিন, পাকুন্দিয়া খামারী মালিক সমিতির সভাপতি তৌফিকুল ইসলাম, পল্লী চিকিৎসক মো. বোরহান উদ্দিন প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শারফুল ইসলাম।
এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামছুন্নাহার আপেল, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম সাইফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রদর্শণীতে ৪টি ক্যাটাগরিতে ৪১টি স্টল অংশগ্রহণ করে। এতে বিভিন্ন প্রজাতির গরু, ছাগল, ভেড়া, মহিষ, মোরগ, কবুতর, পাখি প্রদর্শন করা হয়। পরে বিকেলে পুরস্কার বিতরণের মাধ্যমে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ শেষ হয়।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়