ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

কিশোরগঞ্জের নিকলীতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:২৩, ২১ ফেব্রুয়ারি ২০২২  

ফাইল ছবি

ফাইল ছবি

কিশোরগঞ্জের নিকলীতে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এক হাজার ৭শ’ পিস ইয়াবাসহ পংকজ চন্দ্র পাল ওরফে সোহেল (৫০) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

রোববার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিকলী উপজেলার উত্তর দামপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এসব ইয়াবাসহ তাকে আটক করা হয়।

ইয়াবাসহ আটক হওয়া মাদক ব্যবসায়ী পংকজ চন্দ্র পাল ওরফে সোহেল নিকলী উপজেলার দামপাড়া গ্রামের পরেজ চন্দ্র পালের ছেলে।

র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন বিষয়টি নিশ্চিত করেছেন।

লে. কমান্ডার এম শোভন খান বিএন জানান, পংকজ চন্দ্র পাল ওরফে সোহেল একজন মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা চালিয়ে আসছে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম রোববার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিকলী উপজেলার উত্তর দামপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে এক হাজার ৭শ’ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পংকজ চন্দ্র পাল ওরফে সোহেলকে আটক করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে।

এ বিষয়ে তার বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার নিকলী থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন জানিয়েছেন।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়