ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাড়ছে আখের চাষ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৪২, ২ নভেম্বর ২০২০  

আখের চাষ

আখের চাষ

উৎপাদন খরচ কম ও লাভ বেশি হওয়ায় কিশোরগঞ্জের কুলিয়ারচরে দিন দিন আখ চাষ বাড়ছে। এক সময় যে সব জমিতে ধান চাষ হতো সেখানে এখন হচ্ছে আখের চাষ। এখানকার উৎপাদিত আখ স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি হচ্ছে।

কিশোরগঞ্জের কুলিয়ারচরে দিন দিন আখ চাষ জনপ্রিয় হয়ে উঠছে। অন্যান্য ফসলের তুলনায় লাভজনক হওয়ায় আগ্রহ বাড়ছে চাষীদের। এখানকার আখের গুণগত মান ভাল হওয়ায় বাগান থেকেই ব্যবসায়িরা আখ কিনে নিয়ে যাচ্ছেন।

আখ চাষে বিঘা প্রতি ২০ থেকে ২২ হাজার টাকা খরচের বিপরীতে বিক্রি হয় ৯০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত। তাই কৃষকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে আখের আবাদ। এবার ফলনও হয়েছে বাম্পার।

কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, আখ চাষে সব ধরণের পরামর্শ ও সহযোগিতা দিচ্ছেন তারা। তিনি মনে করেন, এখানকার উৎপাদিত আখের বাজারজাতকরণের সুষ্ঠু ব্যবস্থা গড়ে তোলা হলে পাল্টে যাবে স্থানীয় অর্থনীতির চিত্র।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়