ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

কিশোরগঞ্জের করিমগঞ্জে বাল্যবিবাহ বন্ধ করেন ইউএনও

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:৩৬, ১৬ অক্টোবর ২০২১  

ফাইল ছবি

ফাইল ছবি

করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেলো এক কিশোরী। উপজেলার করিমগঞ্জ পৌরসভাধীন আশুতিয়া পাড়া এলাকায় স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণি পড়ুয়া এক কিশোরীর বিয়ের আয়োজন করে তার পরিবার।

খবর পেয়ে করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট তসলিমা নূর হোসেন তাৎক্ষণিক জরুরি ভিত্তিতে এক অভিযান পরিচালনা করে এ বিয়ে বন্ধ করেন।

একইসাথে বাল্যবিয়ে দেয়ার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে কিশোরীর অভিবাবককে (মা) দুই মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বাল্য বিবাহ প্রসঙ্গে কোন আপোষ চলবেনা। উপজেলার যেখানেই এই ধরনের ঘটনা ঘটুক খবর পেলেই অভিযান পরিচালনা করা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে।

এ বিষয়ে করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুল আলম সিদ্দিকী বলেন, বাল্য বিয়ের ঘটনায় ভ্রাম্যমাণ আদালত কর্তৃক সাজা প্রাপ্ত হওয়ায় কনের অভিভাবককে গ্রেফতারের পরপরই কারাগারে প্রেরণ করা হয়েছে।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়