ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

কিশোরগঞ্জে সরকারী চ্যানেলে বিদেশ গমনে মানুষের সচেতনতা বাড়ছে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৩, ২৬ ফেব্রুয়ারি ২০২২  

ফাইল ছবি

ফাইল ছবি

কিশোরগঞ্জে দালাল পরিহার করে সরকারী চ্যানেলে বিদেশ গমনে মানুষের সচেতনতা দিন দিন বাড়ছে। প্রতি বছর আন্তর্জাতিক অভিবাসী দিবস পালনের মাধ্যমে মানুষকে কারিগরি দক্ষতা সম্পর্কে, অদক্ষ শ্রমিকদের মজুরি স্বল্পতা সম্পর্কে, বিদেশ গমনের খরচ সম্পর্কে, সরকারী সহায়তা সম্পর্কে, দালালদের দ্বারা প্রতারণা সম্পর্কে এবং বৈধ কাগজপত্র ছাড়া বিদেশে গিয়ে গ্রেপ্তার হওয়া সম্পর্কে সচেতনতা তৈরি করা হয়। এর ফলে মানুষের মাঝে দিন দিন সচেতনতা বাড়ছে। তারা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নিচ্ছে। আবার কারও কারও আগে থেকেই বিভিন্ন বৃত্তিমূলক কাজের অভিজ্ঞতা বা হাতেকলমে কারিগরি কাজের দক্ষতা রয়েছে। তারা বৈদেশিক কর্মসংস্থান ব্যুরোর মাধ্যমে স্বল্প খরচে বিদেশে গিয়ে মোটামুটি ভাল বেতনে কাজ করছেন।

শহরের বড়বাজারে প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখায় গিয়ে দেখা গেছে বিদেশ গমনেচ্ছুদের দীর্ঘ লাইন। কয়েকজনকে জিজ্ঞেস করলে জানান, তারা ফিঙ্গার প্রিন্টের ফি বাবদ এই ব্যাংকে ১২০ টাকা করে জমা দেয়ার জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মুহাম্মদ হারুন আল মামুন জানান, ব্যাংকে টাকা জমা দিয়ে তারা বৈদেশিক কর্মসংস্থান ব্যুরো কার্যালয়ে গিয়ে ফিঙ্গার প্রিন্ট প্রদান করে নাম নিবন্ধন করাবেন। এর মাধ্যমেই বিদেশ গমনেচ্ছুদের একটি তালিকা তৈরি হবে এবং পরবর্তীতে তাদেরকে সরকারী উদ্যোগে বিদেশ পাঠানো হবে।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়