ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

কিশোরগঞ্জে করোনায় মৃত্যু ৩ জনের, শনাক্ত ১৫৯ জন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৩১, ৩১ জুলাই ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে করোনাভাইরাস কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতির অবনতি ঘটেই চলেছে। সর্বশেষ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, জেলায় নতুন করে ১৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

সর্বশেষ এ রিপোর্টে মোট ৬১৬ জনের নমুনা পরীক্ষায় ১৫৯ জনের কোভিড-১৯ পজেটিভ এসেছে। এর বিপরীতে এদিন জেলায় মোট ৫৬ জন সুস্থ হয়েছেন। এছাড়া জেলায় করোনায় আক্রান্ত হয়ে ৩ জন মৃত্যুবরণ করেছেন।

সর্বশেষ মারা যাওয়া ৩ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার ১ জন, হোসেনপুর উপজেলার ১ জন ও কটিয়াদী উপজেলার ১ জন রয়েছেন।

করোনায় মারা যাওয়া তিনজনই পুরুষ।

তাদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার একজন পুরুষ (৭৫), হোসেনপুর উপজেলার একজন পুরুষ (৬৯) ও কটিয়াদী উপজেলার একজন পুরুষ (৪৩) রয়েছেন।

৩ জনই কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়