ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কিশোরগঞ্জে করোনা মোকাবিলায় সচেতনতা ক্যাম্পেইন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৭, ১২ জানুয়ারি ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে মহামারী করোনাভাইরাস কোভিড-১৯ মোকাবিলায় স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ক্যাম্পে্ইন করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র কিশোরগঞ্জ জেলা শাখা।

সোমবার (১১ জানুয়ারি) শহর ও শহরতলীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

ক্যাম্পেইনে ইজিবাইকসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যদের মাঝে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি এবং পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) এর দেয়া এক হাজার মাস্ক শ্রমিক, পথচারী ও বিভিন্ন যানবাহন চালকদের মাঝে বিতরণ করা হয়।

বেলা সাড়ে ১১টায় শহরের গৌরাঙ্গ বাজার এলাকার স্টেশন রোডে প্রধান অতিথি হিসেবে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুবকর সিদ্দিক পিপিএম।

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম সাত্তারের সভাপতিত্বে ক্যাম্পেইনে বিশেষ অতিথি ছিলেন দৈনিক মানবজমিন এর স্টাফ রিপোর্টার (কিশোরগঞ্জ) ও কিশোরগঞ্জ নিউজ এর প্রধান সম্পাদক আশরাফুল ইসলাম।

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র কিশোরগঞ্জ জেলা শাখার আবদুর রহমান রুমীর পরিচালনায় ক্যাম্পেইনে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা করোনাভাইরাস কোভিড-১৯ মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে চলা এবং আবশ্যিকভাবে মাস্ক পরার উপর গুরুত্বারোপ করেন।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়