ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কিশোরগঞ্জে উন্নয়ন প্রকল্পে মানসম্পন্ন ইট ব্যবহার নিশ্চিতে জেলা তত্ত্বাবধায়ন কমিটির সভা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:১৩, ২৩ ফেব্রুয়ারি ২০২২  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে উন্নয়ন প্রকল্পসমূহে গুণগত মানসম্পন্ন ইটের ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে ইটভাটায় ইটের উৎপাদন তত্ত্বাবধায়ন বিষয়ক জেলা কমিটির সভা হয়েছে। কালেক্টরেট সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল ইসলাম সরকারের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা খানম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আমিরুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের সিনিয়র ক্যামিস্ট কাজী সুমন, জেলা চেম্বারের সাবেক সভাপতি বিশিষ্ট ঠিকাদার বাদল রহমান, জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি হাফেজ খালেকুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় বাদল রহমান বলেন, আগে যখন টিনের চিমনির ভাটায় ইট প্রস্তুত হতো, তখন উন্নতমানের ইট পাওয়া যেত। সহজে ভাঙা যেত না। আর এখন সিমেন্টের উঁচু করে চিমনি তৈরি করে ইট প্রস্তুত হচ্ছে। এসব ইট ভাংলে প্রচুর গুড়া বের হয়। ইটের সাইজ নিয়েও তিনি অসন্তোষ প্রকাশ করেন। একটি প্রকল্পের ওয়ার্কওয়ার্ডারে যে পরিমাণ ইটের হিসাব ধরা থাকে, আকারে ছোট হওয়ায় ইটের পরিমাণ বেশি লাগে। দেয়ালের পুরুত্বও বজায় রাখা যায় না। এতে ঠিকাদারদের মানসম্পন্ন কাজে সমস্যা হয়। এসব বক্তব্যের প্রেক্ষিতে কর্মকর্তাগণ ইটের সঠিক সাইজ বজায় রাখা এবং গুণগত মানসম্পন্ন ইট প্রস্তুতের জন্য ভাটা মালিকদের তাগিদ দেন।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়