ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

কিশোরগঞ্জের মিঠামইনে দুর্গোৎসব উদযাপনে আইন-শৃংখলা পরিচালনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:২৪, ৮ অক্টোবর ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গতকাল আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক ও আইন-শৃংখলা পরিচালনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আছিয়া আলম।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা বাবু কুঠিল চন্দ্র দাস, জেলা পরিষদের সদস্য বাবু সমীর কুমার বৈষ্ণব, সদর ইউপি চেয়ারম্যান এডভোকেট শরীফ কামাল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইব্রাহিম মিয়া, ঢাকী ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, কেওয়ারজোড় ইউপি চেয়ারম্যান নূরুল আমীন হাবলু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোল্লা খলিলুর রহমান, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, ওসি জাকির রাব্বানী, পূজা কমিটির পক্ষে অপূর্ব দাস সুজিত, দিলীপ বণিক, সুধীন দাস, সেন্টু দাস, সজল সূত্র ধর প্রমুখ।

মোট ১৯টি পূজা মণ্ডন্ডপের সভাপতি ও  সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। এর পূর্বে সকাল ১১টায় মিঠামইন থানায় আসন্ন পূজা উপলক্ষে আইন-শৃংখলা রক্ষা সভায় সভাপতিত্ব করেন মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির রাব্বানী। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অষ্টগ্রাম সার্কেলের এ এসপি এ এস এম আজিজুল হক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক বিজয় কর রতন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা বাবু কুঠিল চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, মিঠামইন থানার এস আই নজরুল ইসলামসহ মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়