ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

করোনায় মোবাইল সংযোগ কমলেও বাড়ছে ইন্টারনেট ব্যবহারকারী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৯, ১৭ আগস্ট ২০২০  

ফাইল ফটো

ফাইল ফটো

করোনাভাইরাস পরিস্থিতিতে অন্যান্য খাতের মতো ধাক্কা লেগেছে দেশের মোবাইল ব্যবসায়। ৩ মাসে দেশে মোবাইল সংযোগ কমেছে প্রায় ৫০ লাখ। তবে মোবাইল সংযোগ কমলেও এই সময়ে বেড়েছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির প্রকাশিত (জুন মাস) এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বিটিআরসি সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, ৩০ জুন পর্যন্ত দেশে মোবাইল সংযোগের সংখ্যা ছিল ১৬ কোটি ১২ লাখ ৯৫ হাজার। যা তার আগের মাস ৩১ মে পর্যন্ত ছিল ১৬ কোটি ১৫ লাখ ৬ হাজার। সেই হিসাবে এক মাসে গ্রাহক সংখ্যা কমেছে ২ লাখ ১১ হাজার। এর আগে মার্চ, এপ্রিল ও মে—এই তিন মাসে মোবাইল সংযোগ কমেছিল ৪৬ লাখ ৮ হাজার।

এদিকে গত জুন মাসে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে। বর্তমানে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১০ কোটি ৩৪ লাখ ৭৬ হাজার। এরমধ্যে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী ৯ কোটি ৪৯ লাখ ৫ হাজার। গত মে মাসে যা ছিল ৯ কোটি ৪২ লাখ ৩৬ হাজার। সেই হিসাবে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে ৬ লাখ ৬৯ হাজার। দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাও বেড়েছে। গত মে মাস পর্যন্ত দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ৮০ লাখ ৮৪ হাজার। বিটিআরসি জুন মাসের প্রতিবেদনে দেখা গেছে, দেশে বর্তমানে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৮৫ লাখ ৭১ হাজার। সেই হিসাবে এক মাসে ব্রডব্যান্ড ব্যবহারকারী বেড়েছে ৪ লাখ ৮৬ হাজার।

মোবাইল অপারেটরগুলোর ইন্টারনেট গ্রাহকের সংখ্যা হিসাব করে দেখা গেছে, গত তিন মাসে (মার্চ-মে) মোবাইল অপারেটরগুলো ২ লাখ ৮ হাজার গ্রাহক হারিয়েছে। আবার গত এক মাসে তিনগুণের বেশি গ্রাহক ফিরে পেয়েছে মোবাইল অপারেটরগুলো। আর ফেব্রুয়ারি-মার্চ-মে, এই তিন মাসে ব্রডব্যান্ডের গ্রাহক বেড়েছে ২৩ লাখ ৪১ হাজার।

এ বিষয়ে ইন্টারনেট সার্ভিস প্রভাইডার্স এসোসিয়েশান-আইএসপিএবি’র সভাপতি আমিনুল হাকিম বলেন, বিটিআরসির এ তথ্য গত জুন মাসের। এরপর আরো দেড় মাস চলে গেছে। প্রকৃত ইন্টারনেট গ্রাহক সংখ্যা আরো বেশি। করোনাভাইরাসের কারণে লকডাউন শুরু হলে সংযোগ হারাতে শুরু করে মোবাইল অপারেটরগুলো। তবে স্কুল-কলেজ, অফিস-আদালত বন্ধ থাকায় ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে।

সর্বশেষ
জনপ্রিয়