ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

কনফারেন্সের ফিচার নিয়ে এসেছে টেলিগ্রাম

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৬:২৭, ৩ জুলাই ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জনপ্রিয় চ্যাটিং অ্যাপ টেলিগ্রামে এখন থেকে কনফারেন্সের আয়োজন করা যাবে। একসঙ্গে ৩০ জনকে নিয়ে ভিডিও চ্যাটের ফিচার আপডেট করেছে প্রতিষ্ঠানটি।

টেলিগ্রাম জানিয়েছে, অ্য‌ানড্রয়েড, আইওএস ও ডেস্কটপ অ্যাপের সর্বশেষ সংস্করণে গ্রুপ ভিডিও কলিং ফিচার যুক্ত করা হয়েছে। ভিডিও চ্যাটে যোগ হওয়া প্রথম ৩০ জনের মধ্যে কনফারেন্স সীমাবদ্ধ থাকবে।

চ্যাটিং অ্যাপটির এক মুখপাত্র জানিয়েছে, গ্ৰুপ ভিডিও কল ফিচারে অংশগ্রহণকারীর সংখ্যা আরও বাড়ানো হবে।

অ্যানড্রয়েড ফোন ব্যবহারকারীদের ম‌ধ্যে যারা গ্রুপ অ্যাডমিন, তারা কনফারেন্স শুরু করতে পারবেন। ত‌বে আওএস ব্যবহারকারীদের জন্য গ্রুপ প্রোফাইলে আরও একটি বাটন দেওয়া আছে -‘ভয়েস চ্যাট'। নতুন ফিচারের সাহায্যে এবার টেলিগ্রাম ব্যবহারকারীরা নিজেদের স্ক্রিনও শেয়ার করতে পারবেন।

টেলিগ্রামে অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড, কাস্টমাইজড থার্ড পার্টি স্টিকার ইমপোর্ট বাটন রয়েছে। অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড ফিচারটির সাহায্যে ব্যবহারকারী কোনো মেসেজ পাঠানো বা রিসিভ করার সময় ব্যাকগ্রাউন্ডের রঙ বা প্যাটার্ন পরিবর্তন হবে।

ব্যবহারকারীদের কাছে অপশন থাকছে স্ক্রিনে কারও ভিডিও ফিড পিন করে রাখার, যাতে কলে নতুন কেউ যুক্ত হলেও সেটি প্রথম ও সেন্টারে থাকে।

সর্বশেষ
জনপ্রিয়