ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

কঠিন কাজ সহজ হয়ে যায় যে দোয়া পড়লে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:১৪, ৯ নভেম্বর ২০২২  

কঠিন কাজ সহজ হয়ে যায় যে দোয়া পড়লে

কঠিন কাজ সহজ হয়ে যায় যে দোয়া পড়লে

অলসতা যে কোনো কাজকে কঠিন করে তোলে। তাই হজরত মুহাম্মদ (সা.) অলসতা থেকে মুক্তির জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেছেন।

এমন একটি দোয়া হলো :

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الهَمِّ وَالحَزَنِ، وَأَعُوذُ بِكَ مِنَ العَجزِ وَالكَسَلِ، وَأَعُوذُ بِكَ مِنَ الجُبنِ وَالبُخلِ، وَأَعُوذُ بِكَ مِنَ غَلَبَةِ الدَّينِ وَقَهْرِ الرِّجَالِ 

উচ্চারণ: ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি, ওয়া আউজুবিকা মিনাল আজজি ওয়াল কাসালি, ওয়া আউজুবিকা মিনাল জুবনি ওয়াল বুখলি, ওয়া আউজুবিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল।

অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে দুশ্চিন্তা ও অস্থিরতা থেকে আশ্রয় চাই। আমি আশ্রয় চাই অক্ষমতা ও অলসতা থেকে, আপনার কাছে আশ্রয় চাই ভীরুতা ও কার্পণ্য থেকে, আমি আপনার কাছে আশ্রয় চাই ঋণের বোঝা ও মানুষের রোষানল থেকে। (বুখারি: ২৮৯৩; আবু দাউদ: ১৫৫৫)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর জন্য দীনের কাজগুলো সহজ করে দিন। যেকোনো হালাল কাজ সহজে করার তাওফিক দান করুন। আমিন।

সর্বশেষ
জনপ্রিয়