ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কক্সবাজারের কুতুবদিয়ায় জাতীয় গ্রীড লাইনের শুভ উদ্বোধন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:১০, ১৭ অক্টোবর ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আজ রবিবার (১৭অক্টোবর) কক্সবাজারের কুতুবদিয়ায় জাতীয় গ্রীড লাইনের মাধ্যমে শতভাগ বিদ্যুতায়নের কাজের উদ্বোধন করেছেন কুতুবদিয়া-মহেশখালী আসনের সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি। 

শনিবার (১৬ অক্টোবর) বিকেলে দরবার রাস্তার মাথায় বৈদ্যুতিক খুঁটি স্থাপন করে কুতুবদিয়ার ঘরে ঘরে শতভাগ বিদ্যুতায়নের কাজের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
 
এর আগে বৈদ্যুতিক খুঁটি স্থাপন উপলক্ষে কুতুবদিয়া বিদ্যুৎ বিতরণ বিভাগ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। এসময় তিনি কুতুবদিয়াকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করার জন্য প্রকল্প পরিচালককে অনুরোধ করেন। কাজের অগ্রগতির জন্য যাবতীয় সহযোগিতা দানের আশ্বাস প্রদান করেন।
 
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রাম বিতরণ দক্ষিণাঞ্চলের প্রধান প্রকৌশলী দেওয়ান সামিনা বানু, কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নুরের জামান চৌধুরী।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাতিয়া, কুতুবদিয়া ও নিঝুম দ্বীপ শতভাগ নির্ভরযোগ্য ও টেকসই বিদ্যুতায়ন প্রকল্প'র পরিচালক ফারুক আহমেদ। এসময় উপস্থিত ছিলেন, কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়