ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

কক্সবাজারের উখিয়ায় মুহিবুল্লাহকে হত্যায় আরো দুই রোহিঙ্গা আটক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:১৮, ২ অক্টোবর ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের শীর্ষ নেতা মোহাম্মদ মুহিবুল্লাহকে হত্যার ঘটনায় আরো দুই রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

গতকাল শুক্রবার মধ্যরাতে উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন- জিয়াউর রহমান ও আব্দুস সালাম।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন’র এসপি নাঈমুল হক। এর আগে, এ ঘটনায় শুক্রবার দুপুরে মোহাম্মদ সেলিম ওরফে লম্বা সেলিমকে আটক করেছিল এপিবিএন। পরে তাকে উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছিল। এ নিয়ে মুহিব্বুল্লাহ হত্যার ঘটনায় তিন সন্দেহভাজন রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

রোহিঙ্গা নেতা মুহিব্বুল্লাহ হত্যাকাণ্ডের পর থেকেই রোহিঙ্গা ক্যাম্পে জেলা পুলিশ ও এপিবিএন এর টহল বাড়ানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে বলে জানিয়েছেন এসপি নাঈমুল হক।

বৃহস্পতিবার রাতে রোহিঙ্গা নেতা মুহিববুল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় অজ্ঞাতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন নিহতের ভাই হাবিবুল্লাহ।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়