ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

কক্সবাজারে ৪ কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার করেছে বিজিবি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:২৭, ২৫ সেপ্টেম্বর ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশে ইয়াবা পাচারে নানা পন্থার আশ্রয় নেয় ব্যবসায়ীরা। এবার লুঙ্গির সহায়তায় ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা পাচারের চেষ্টা করা হয়েছিল। কিন্তু সেই চেষ্টাকে ব্যর্থ করেছে কক্সবাজার-৩৪ বিজিবির ঘুমধুম বিওপি’র টহলদল।

জেলার উখিয়ার রাজাপালং ইউনিয়নের উখিয়া হিন্দুপাড়া থেকে গতকাল শুক্রবার ভোরে সেই ইয়াবা উদ্ধার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ৩৪ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে উখিয়ার রাজাপালং ইউপির উখিয়া হিন্দুপাড়ার পাশের স্থানে ফাঁদ পেতে বসে থাকে বিজিবি সদস্যরা। এ সময় কয়েকজন মাদক ব্যবসায়ী সীমান্ত থেকে হেঁটে যাওয়ার পথে দাঁড়ানোর সংকেত দেওয়া হয়। তখন ব্যবসায়ী পালিয়ে যাওয়ার সময় লুঙ্গি মোড়ানো একটি বস্তা ফেলে যায়। বস্তাটি পরিত্যক্ত অবস্থায় পেয়ে তল্লাশী করলে ১ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার মূল্য সাড়ে ৪ কোটি টাকা।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়