ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ঐতিহাসিক জাবালে নুর পাহাড়ে লেজার লাইটে কোরআনের আয়াত প্রদর্শনী

ধর্ম ডেস্ক

প্রকাশিত: ১৩:২০, ২৯ সেপ্টেম্বর ২০২২  

ঐতিহাসিক জাবালে নুর পাহাড়ে লেজার লাইটে কোরআনের আয়াত প্রদর্শনী

ঐতিহাসিক জাবালে নুর পাহাড়ে লেজার লাইটে কোরআনের আয়াত প্রদর্শনী

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর ঐতিহাসিক জাবালে নুর পাহাড়ে লেজার লাইটে পবিত্র কোরআনের প্রথম আয়াত প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। পবিত্র মসজিদুল হারাম থেকে চার কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত এ পাহাড়ের গারে হেরায় মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর ওপর পবিত্র কোরআনের মধ্যে সর্বপ্রথম এ আয়াতটি অবতীর্ণ হয়।

আয়াতটি হলো- ‘(হে নবী) আপনি আপনার রবের নামে পড়ুন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। ’ (সুরা ইকরা, আয়াত: ১) 

আরব নিউজ জানায়, মুসলিমদের কাছে জাবালে নুরের ঐতিহাসিক মূল্য রয়েছে এবং তা মক্কার গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থাপনার অন্যতম বলে জানান মক্কার ইতিহাস কেন্দ্রের পরিচালক ড. ফাওয়াজ দাহাস।

তিনি বলেন, ‘ইতিহাসে তা হেরা পর্বত নামে পরিচিত হলেও পরবর্তীতে এর নাম জাবালে নুর বা আলোর পর্বত করা হয়। কারণ এখানেই পবিত্র কোরআনের প্রথম আয়াত নাজিল হয়েছিল যার মাধ্যমে পুরো পৃথিবী আলোকিত হয়েছিল।’

জাবালে নুরের বাসিন্দা আবদুল্লাহ আল-আজহারি বলেন, জাবালে নুরের ওপর স্থাপিত লেজার লাইটে প্রজ্জ্বলিত পবিত্র কোরআনের প্রথম আয়াতটি দর্শনার্থীদের মধ্যে ভিন্ন ধরনের অনুভূতি তৈরি করেছে। তা দেখে দর্শকদের মধ্যে তৈরি হয় আধ্যাত্মিক আবহ, ভক্তি ও শ্রদ্ধা।

সর্বশেষ
জনপ্রিয়