ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ঈশ্বরগঞ্জে ৫০ ভূমিহীন পরিবারের মাঝে ঘর প্রদান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৮, ২৪ জানুয়ারি ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঈশ্বরগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রথম পর্যায়ে ৫০ ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে ঘর প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে সারাদেশে একযোগে প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর স্থানীয় সংসদ সদস্য ফখরুল ইমাম ওই ঘর হস্তান্তর করেন।

শনিবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে ঈশ্বরগঞ্জ ইউনিয়নে ১৩টি, সোহাগী ইউনিয়নে ১৩টি, সরিষা ইউনিয়নে ৮টি, আঠারবাড়ী ইউনিয়নে ২টি, উচাখিলা ইউনিয়নে ৯টি ও বড়হিত ইউনিয়নে ৫টিসহ মোট ৫০টি ঘর বুঝিয়ে দেয়া হয়।

ওই সময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কান্তি বসাক, উপজলো পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম খান সুরুজ, ইউপি চেয়ারম্যান শাহজাহান ভূইয়া, প্রেসকাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রমুখ।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়