ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

ইপিএলে ফিরেই পুরস্কার জিতেছেন রোনালদো

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:১৫, ৯ অক্টোবর ২০২১  

ক্রিস্টিয়ানো রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদো

দীর্ঘ এক যুগ অর্থাৎ ১২ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) ফিরে এসেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পুরনো ডেরায় ফিরেই নিউক্যাসল ইউনাইটেডের বিরুদ্ধে জোড়া গোল করে নিজের জাত চিনিয়েছিলেন তিনি। মাসজুড়ে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ একটি পুরস্কারও জিতেছেন সিআর সেভেন।

পুরনো জার্সিতে ফিরে গোলের বন্যার জেরে ম্যানচেস্টার ইউনাইটেডের সেপ্টেম্বর মাসের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন রোনালদো। এবার প্রিমিয়ার লিগেও প্লেয়ার অফ দ্য মান্থের (সেপ্টেম্বর) পুরস্কার জিতেছেন সময়ের অন্যতম সেরা এই ফুটবলার। 

গত মাসে প্রিমিয়ার লিগের তিন ম্যাচ খেলে তিনটি গোল করেছেন রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য মাসটা খুব একটা সুখের না হলেও ব্যক্তিগত দিক থেকে রোনালদোর গোল করার দক্ষতা সহজেই সবার চোখে পড়েছে।

এই নিয়ে পঞ্চমবার প্লেয়ার অফ দ্য মান্থের পুরস্কার জিতলেন রোনালদো। ২০০৮ সালের মার্চ মাসের পর আবারো এই পুরস্কার জিতলেন ‘সিআর সেভেন’। মোহাম্মদ সালাহ, অ্যান্টনিও রুডিগার, ইসমাইলা সারদের মতো পাঁচ প্রতিপক্ষকে হারিয়ে এই পুরস্কার জেতেন এই ফরোয়ার্ড।

সেপ্টেম্বর মাসের সেরা ম্যানেজার নির্বাচিত হয়েছেন আর্সেনালের কোচ মাইকেল আর্তেতা।

সর্বশেষ
জনপ্রিয়