ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

ইন্টারনেট সেবাদাতাদের বিভিন্ন সমস্যা সমাধানে আশ্বাস বিটিআরসির

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১০:০৭, ৯ জানুয়ারি ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঝুলন্ত তার, অবৈধ আইএসপি বন্ধ, এনটিটিএন-আইএসপি ইস্যুসহ ইন্টারনেট সেবাদাতাদের বিভিন্ন সমস্যা সমাধানে আশ্বাস দিয়েছে বিটিআরসি। ঢাকার রমনায় বিটিআরসির কার্যালয়ে অনুষ্ঠিত আইআইজি, আইএসপিএবি ও ন্যাশনাল ইন্টারনেট এক্সচেঞ্জ (নিক্স) অপারেটরদের সঙ্গে আলোচনা সভায় এ আশ্বাস দেয়া হয়।

বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ এহসানুল কবিরের সঞ্চলনায় অনুষ্ঠিত এ সভায় টেলিযোগাযোগ খাতের সময়োপযোগী উন্নয়নে বিভিন্ন অপারেটরদেরকে নিজেদের মধ্যে সমন্বয় করে কাজ করতে সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানায় বিটিআরসি।

ব্রিগেডিয়ার জেনারেল মোঃ এহসানুল কবির বলেন, বিটিআরসি নতুন একটি প্রযুক্তি ব্যবস্থা কিনেছেন, যার মাধ্যমে আগামী ছয় মাসে ১২ হাজার কিলোমিটার এলাকায় পরীক্ষা চালানো হবে। প্রতি মাসে অপারেটরদের সেবার মান পরিস্থিতি জানানো হবে।

সভায় গত ১০ বছর ও সর্বশেষ এক বছরে বিটিআরসির কার্যক্রম ও টেলিযোগাযোগ খাতের অগ্রগতি তুলে ধরা হয়। তবে প্রশ্নোত্তর পর্বে বেশির ভাগ প্রশ্ন ছিল সেবার মান, অবৈধ মুঠোফোন নম্বর বন্ধ এবং বিটিআরসির ক্ষমতা খর্ব করার উদ্যোগ নিয়ে।

সর্বশেষ
জনপ্রিয়