ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

ইতিহাসের এই দিনে (১৩ মার্চ)

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৪২, ১৩ মার্চ ২০২১  

ফাইল ছবি

ফাইল ছবি

আজ ১৩ মার্চ ২০২১, শনিবার, ২৮ ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ, ২৮ রজব ১৪৪২। গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বছরের ৭২তম দিন। বছর শেষ হতে আরো ২৯৩ (অধিবর্ষে ২৯৪) দিন বাকি রয়েছে।

আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই। 

চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-  

ইতিহাসের পাতায় আজকের দিনটি 
১৭৫৮ - হেলির ধূমকেতু গ্রহকক্ষস্থ সূর্যের নিকটতম বিন্দুতে অবস্থান নেয়।
১৭৮১ - স্যার উইলিয়াম হার্শেল ইউরেনাস গ্রহ অবিষ্কার করেন।
১৮৭৮ - বিভিন্ন ভাষার সংবাদপত্রের জন্য ব্রিটিশ রাজ কর্তৃক সংবাদপত্র আইন প্রণীত হয়।
১৮৮১ - রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার আততায়ীর হাতে নিহত হন।
১৯০৬ - মার্কিন নারী ভোটাধিকার প্রতিষ্ঠার অন্যতম পুরোধা নেত্রী সুসান ব্রাউলেন অ্যান্টনির মৃত্যু।
১৯৫৪ - ইন্দোচীনে দিয়েন বিয়েন ফু’র যুদ্ধ শুরু হয়।
১৮৮১ - রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার আততায়ীর হাতে নিহত হন।

ইতিহাসের এই দিনে যাদের জন্ম
১৭৩৩ - ইংরেজ রসায়নবিদ জোসেফ প্রিস্টলির জন্ম।
১৮৬১ - সাহিত্যিক ও সম্পাদক জলধর সেনের জন্ম।
১৮৯৪ - খ্যাতনামা বাঙালি পদার্থবিদ সত্যেন্দ্রনাথ বসুর (সত্যেন বোস) জন্ম।
১৯০০ - গ্রিসের নোবেলজয়ী (১৯৬৩) কবি গেওর্গে সেফেরিসের জন্ম।
১৯৩০ - বাংলাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ ও জনপ্রিয় বিজ্ঞান লেখক আবদুল্লাহ আল মুতী শরফুদ্দিনের জন্ম।
১৯১৪ - খ্যাতনামা বাঙালি ঔপন্যাসিক অদ্বৈত মল্লবর্মণের জন্ম।

ইতিহাসের এই দিনে যাদের মৃত্যু
১৭৩৯ - সুবাদার সুজাউদ্দিন খানের মৃত্যু।
১৭৪৮ - সুইজারল্যান্ডের খ্যাতনামা গণিতবিদ ইয়োহান বার্নুয়ির মৃত্যু।
১৮৯৪ - জার্মান পদার্থবিজ্ঞানী হার্টজের মৃত্যু।
১৯০১ - মার্কিন যুক্তরাষ্ট্রের ২৩তম রাষ্ট্রপতি বেঞ্জামিন হ্যারিসন মৃত্যুবরণ করেন।
১৯৭৬ - পল্লীকবি জসীম উদ্দীনের ইন্তেকাল।
১৯৮৫ - কবি দিনেশ দাশের মৃত্যু।
১৯৯৬ - পোল্যান্ডের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা ক্রিস্তফ কিয়েশ্‌লফ্‌স্কি মৃত্যুবরণ করেন।

দিবস
আন্তর্জাতিক রোটারী দিবস।

সর্বশেষ
জনপ্রিয়